রাজশাহী বিশ্ববিদ্যালয়

‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে চিকিৎসককে ক্যাম্পাসেই বিবস্ত্র করে মারধর বহিরাগতদের

বিবস্ত্র করে মারধর বহিরাগতদের
বিবস্ত্র করে মারধর বহিরাগতদের  © টিডিসি সম্পাদিত

‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে একদল বহিরাগতের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. গোলাম আজম ফয়সাল, তিনি বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের ফিজিওথেরাপিস্ট। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় মেডিকেলের ২৩ নম্বর কক্ষে তার উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসক জানান, প্রথমে এক ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করে কক্ষ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর কয়েকজন এসে অভিযোগ তোলেন যে, তিনি আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছেন। এই বলেই তারা মারধর শুরু করে এবং টানতে টানতে তাকে কক্ষের বাইরে নিয়ে আসে।

তিনি অভিযোগ করেন, মারধরের সময় কোনো স্টাফ সাহায্যে এগিয়ে আসেনি। হামলাকারীরা তাকে বিবস্ত্র করে মারধর করে এবং ঘটনার ভিডিও ধারণ করা কয়েকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।

চিকিৎসক ফয়সাল বলেন, আক্রমণকারী কাউকেই আমি চিনি না, কার নামে মামলা করবো? বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকি, এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ফয়সাল আওয়ামী লীগের মিছিল-মিটিং করতেন বলে শুনেছি। সত্যতা কতটুকু জানি না। এই ঘটনায় আমরা নিজেরাও আতঙ্কিত। এভাবে চললে মেডিকেল সেন্টারে তালা দিতে হতে পারে।

তিনি আরও বলেন, ক্যামেরা না থাকায় হামলাকারীদের শনাক্ত করা যায়নি এবং ভিডিও ধারণকারীদের ফোনও নিয়ে গেছে হামলাকারীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। একজন বহিরাগত, যার নাম জনি, তার নেতৃত্বেই হামলা হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমি মাত্র বিষয়টি জেনেছি। প্রক্টরের সঙ্গে কথা বলবো। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে পুলিশের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!