ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন

ঢাবিতে জুলাই সেন্টার
ঢাবিতে জুলাই সেন্টার  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে প্রথমবারের মতো ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও উদযাপনের লক্ষ্যে ‘জুলাই সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) হলের জুলাই শহীদ স্মৃতি ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলভিত্তিক এটি প্রথম কোনো কেন্দ্র যা সরাসরি জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন: নীলা এনসিপির কেউ নয়: আখতার

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লব কেবল ছাত্রদের প্রতিবাদ ছিল না বরং এটি ছিল পুরো জাতির বিবেকের পুনর্জাগরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই জাগরণের কেন্দ্রবিন্দু। আমাদের শ্রেণিকক্ষ হয়ে উঠেছিল রণকৌশলের মঞ্চ, আর ক্যাম্পাস ছিল ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রামের দুর্গ।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে স্পিরিট ‘জুলাই’ দিয়ে গেছে, তা শুধু স্মৃতিতে সীমাবদ্ধ রাখা যাবে না। এই ‘জুলাই সেন্টার’ হবে সেই চেতনার ধারাবাহিক অনুরণনের মাধ্যম। এটি নতুন প্রজন্মের জন্য হবে গবেষণা, শিক্ষা ও অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।

অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধনের পাশাপাশি একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভূমিকা এবং জাতীয় প্রেক্ষিতে এর প্রভাব তুলে ধরা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!