চবিতে বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক 

২২ জুলাই ২০২৫, ০৮:৫৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০১:৫৭ PM
বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক 

বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক  © টিডিসি

গবেষণা ও প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬ শিক্ষক। এসময় বর্ষসেরা গবেষণা পুরস্কারও প্রদান করা হয়। সোমবার (২১ জুলাই) গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মূলত একটি অ্যাকাডেমিক প্রতিষ্ঠান। যদি আমরা এর অ্যাকাডেমিক ভাবমূর্তি উন্নত করতে চাই, তবে এর একমাত্র নির্ভরযোগ্য উপায় হলো গবেষণা করা।  

অনুষ্ঠানে সেরা গবেষণা পুরস্কার অর্জন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সাবিনা নার্গিস লিপি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিম, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুদ্র প্রতাপ দেব নাথ। 

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন চবি জিন প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এছাড়া বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুল কাদের, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী আশরাফউজ্জামান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস.এম. আবু কাউসার এবং ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর অধ্যাপক ড. মো. আকতার হোসেন।

উল্লেখ্য, গবেষণা ও প্রকাশনা সেল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় গবেষণার উৎকর্ষ সাধন, গুণগত মান বৃদ্ধি এবং কৃতী গবেষকদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনামা গবেষক, নবীন ও মধ্য-পর্যায়ের শিক্ষকগণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে থাকেন।

বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9