চেকপোস্টে কড়াকড়ি, দেওয়াল টপকে রাবি ক্যাম্পাসে বহিরাগতরা

২০ জুলাই ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:৪৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কার্ড দেখানো বাধ্যতামূলক করা হলেও ঠেকানো যাচ্ছে না বহিরাগতদের অনুপ্রবেশ। দেওয়াল টপকে কিংবা ফাঁকা পথ দিয়ে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে পড়ছেন হরহামেশাই। এতে নিরাপত্তা নিয়ে উদ্‌বেগ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।

সরেজমিনে দেখা যায়, রোভার স্কাউটস, বিএনসিসি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে প্রবেশের সময় পরিচয়পত্র পরীক্ষা করেছেন। যাতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকতে না পারে। তবে স্কাউট সদস্যরা জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও ক্যাম্পাসের কিছু অংশে দুর্বল বাউন্ডারি ও খোলা প্রান্ত থাকায় সেখান দিয়ে প্রবেশ করছে বহিরাগতরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর বহিরাগতদের ঘোরাঘুরির কারণে ক্যাম্পাসে চলাফেরা করা, বিশেষ করে ছাত্রীদের জন্য, অনিরাপদ হয়ে উঠছে। কেউ কেউ অশালীন মন্তব্য বা সন্দেহজনক আচরণের কথাও জানিয়েছেন।

কথা হয় মেনগেটে কর্তব্যরত রোভার স্কাউট সদস্য রেজওয়ানুর রহমান হৃদয়ের সঙ্গে। তিনি বলেন, বহিরাগতরা দেওয়াল টপকে তো ঢুকেই পড়ে, আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাদের প্রবেশ করিয়ে দেয়। অনেক সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে ফোন দিয়েও ঢোকে তারা। তবে প্রশাসন যদি আমাদের আরও কঠোর হতে বলে, তাহলে আমরা হব। কঠোর হলে হয়তো বহিরাগতদের প্রবেশ আরও কমানো সম্ভব হবে।

নিরাপত্তা উদ্‌বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিকুর ইসলাম বলেন, প্রশাসনের এই উদ্যোগ ভালো। তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। চারপাশের দেওয়ালগুলো উঁচু ও মজবুত করতে হবে, ফাঁকা জায়গাগুলো বন্ধ করতে হবে। কারণ বহিরাগতরা আমাদের জন্য অনেক সময় ঝুঁকি হয়ে দাঁড়ায়। এদের প্রবেশ ঠেকাতে প্রশাসন ‘অটোমেটিক চেকিং সিস্টেম’ চালু করতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, নিরাপত্তার জন্য কার্ড চেকের বিষয়টি বেশ উপকারী। কিন্তু এতে পুরোপুরি সমাধান হচ্ছে না। চারপাশে এত ভাঙা দেওয়াল ও ফাঁকা জায়গা থাকলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, অল্প কিছু দিনের মধ্যেই আমরা ছোট ছোট ভাঙা দেওয়ালগুলো ঠিক করার ব্যবস্থা করব। তবে যেগুলোর জন্য বড় বাজেট প্রয়োজন, সেগুলো একটু সময়সাপেক্ষ।

লুইস সুয়ারেসের জোড়া গোলে পিএসজিকে হারাল স্পোর্তিং সিপি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি
  • ২১ জানুয়ারি ২০২৬
ছন্দ হারিয়েছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক হার
  • ২১ জানুয়ারি ২০২৬
দল বেঁধে জুলাই স্মৃতি জাদুঘরে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা…
  • ২১ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9