জাবি ছাত্রদলের হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশনের তৃতীয় ধাপ শুরু
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১২:৪৪ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে হেপাটাইটিস বি ফ্রি ভ্যাক্সিনেশন কর্মসূচির তৃতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২ টা থেকে জহির রায়হান অডিটোরিয়ামে এ কর্মসূচি শুরু হয়েছে।
তৃতীয় ধাপের ভ্যাক্সিনেশন কার্যক্রম আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে। যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় ধাপের টিকা গ্রহণ করেছে তাঁরা বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এসে তৃতীয় ডোজ নিতে পারবেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের তৃতীয় ডোজের কার্যক্রম আগামীকাল ১৭ জুলাই ২০২৫ থেকে ২৪ জুলাই ২০২৫ ইং পর্যন্ত চলবে।