পুনঃভর্তি চেয়ে হাইকোর্টে রিট জাবি ছাত্রদল নেতার, চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

২৫ জুন ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে মাস্টার্স প্রোগামে পুনঃভর্তি ও ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদালতের রুল জারি করা হয়েছে।

বুধবার (২৫ জুন) হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম এইচ. চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ এই আদেশ দেন।

জহির উদ্দিন বাবরের বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে মাস্টার্স প্রোগ্রামে পুনঃভর্তি ও কোর্স সম্পন্ন করার বিষয়ে করা রিটের প্রেক্ষিতে আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ৪ (চার) সপ্তাহের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে কেন আবেদনকারীর পুনঃভর্তির আবেদন যথাযথভাবে নিষ্পন্ন না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধ কাজ করেছেন বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান মিলন, মো. মোহাম্মদ মেহেদী হাসান, কামরুল ইসলাম, কফিজা আলম লাকি ও মারিয়া তানজিমাথ।

গত ২৭ ও ২৯ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পুনঃভর্তি ও ছাত্রত্ব পুনরায় ফিরে পাওয়ার জন্য আবেদন করেন জহির উদ্দিন বাবর , কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টির নিষ্পত্তি করেননি। 

এ বিষয়ে জহির উদ্দিন বাবরের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল বলেন, 'আমার মক্কেল জহির উদ্দিন বাবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে পুনঃভর্তি ও ছাত্রত্ব ফিরে পেতে আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর পক্ষে আবেদনটির নিষ্পত্তি করেননি। ফলে আমার মক্কেল বিষয়টি নিয়ে আদালতের দারস্ত হয়। আদালত রিটের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ জহির উদ্দিন বাবরের পূর্বে করা আবেদন আগামী ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে কেন আবেদনকারীর পুনঃভর্তির আবেদন যথাযথভাবে নিষ্পন্ন না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধ কাজ করেছেন বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।'

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাঁর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া বা বিশেষ পরীক্ষার মাধ্যমে যেকোনো ব্যবস্থা নিতে পারবেন। 

জহির উদ্দিন বাবর বলেন, মেধা তালিকায় ভর্তি হয়েও ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন এবং তৎকালীন বিশ্বিবিদ্যালয় প্রশাসনের অসহযোগিতায় আমি আমার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারি নাই। হাইকোর্টে রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে ৭ কর্মদিবসের মধ্যে আমার স্নাতকোত্তর নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তির বিষয়টি নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছেন, আমি আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার স্নাতকোত্তর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে।

এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন আমরা এ বিষয়ে একটি আবেদন পেয়েছি। তবে সেটি যথাযথ পদ্ধতিতে, অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে আসেনি। আরও একটি বিষয় হলো, আবেদনে আবেদনকারীর স্বাক্ষর ছিল না, ফলে সেটি প্রকৃতপক্ষে তার কিনা-তা যাচাই করার চেষ্টা চলছে।

আবেদনপত্র অনুযায়ী, তিনি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। যেহেতু তিনি নিয়মিতভাবে ভর্তি ছিলেন, তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বিশেষ পরীক্ষার মাধ্যমে তার মাস্টার্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9