অসুস্থের একদিন পর না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী আহসান
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:১২ PM
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী শিক্ষার্থী আহসান খান মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আজ সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গতকাল রবিবার (৬ জুলাই) অনুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আহসানের সহপাঠী মেহেদী হাসান মোজাহিদ বলেন, আহসান গতকাল থেকে অসুস্থ ছিল। সে তার গ্ৰামের বাড়ি নরসিংদীরতে ছিল। পরবর্তী তাকে হাসপাতালে নিয়ে আসা হয় । আজকে কিছুক্ষণ আগে খবর পেলাম সে আর নেই ।
আরেক সহপাঠী হাবিবা সাম্মি জানান, আহসান খান গতকাল রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের বাম অংশ অবশ হয়েন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আজ সে মারা গেছে।