প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাবি ছাত্রদলকর্মী পুতুলের

খুশিতে ‘থ্যাংক ইউ শেখ হাসিনা’ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছিলাম
০৬ জুলাই ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:৫৮ AM
জান্নাতুল ফেরদৌস পুতুল

জান্নাতুল ফেরদৌস পুতুল © টিডিসি সম্পাদিত

৫ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘আগে ছাত্রলীগের কর্মসূচিতে থাকতেন, এখন ছাত্রদলের’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের কর্মী জান্নাতুল ফেরদৌস পুতুল। প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট। সেখানে আমাকে ছাত্রলীগ উপাধি দেওয়া হয় এবং আমার সম্পর্কে নানান রকম মিথ্যা প্রোপাগাণ্ডা করা হয়। একটি চক্র এটি করছে। আমার নৃত্যের একটি ছবি নিয়ে প্রতিনিয়ত আমাকে রাজনৈতিক অপবাদ দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। চক্রটি সর্বদা এসব মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে।

প্রতিবাদলিপিতে পুতুল বলেন, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি এবং ঢাবি ছাত্রদলের একজন কর্মী। আমার সেশন ২০২২-২৩। আমার এলোটমেন্ট হল 'বাংলাদেশ কুয়েত-মৈত্রী' হল। প্রথম বর্ষ থেকে এখন পর্যন্ত আমি হলের অনাবাসিক শিক্ষার্থী। হলে আমি উঠিনি এবং হলের বিগত দিনের হাজিরা খাতায় আমার নাম নেই। কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী হওয়ার পরেও আমাকে নিয়ে বানোয়াট কথা রটানো হয়েছে, বলা হয়েছে আমি রোকেয়া হলে থাকতাম। অথচ আমি কোনোদিন রোকেয়া হলে থাকিনি। 

‘নিউজে আমাকে নাট্যকলার স্টুডেন্ট বলা হয়, যেটি সম্পূর্ণ বানোয়াট। আমি ঢাবির নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী। ২০২৩ সালে আমি ঢাবিতে ভর্তি হই এবং একই বছরের সেপ্টেম্বর এর ২৭ তারিখে আমার প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর ২ মাস পর অর্থাৎ ডিসেম্বরে ঢাবিতে মেট্রোরেল আসায় আমাদের ক্যাম্পাসে একটি প্রোগ্রাম আয়োজিত হয় যেখানে আমরা তথা নৃত্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে সকলে সেখানে অংশগ্রহণ করি। আমিসহ আমার পুরো ব্যাচ সেই প্রোগ্রামে অংশগ্রহণ করি।’

প্রতিবাদপত্রে পুতুল আরও বলেন, মেট্রোরেল আমাদের দেশের সম্পদ, আমাদের জনগণের টাকায় হয়েছিল এই মেট্রোরেল এবং আমাদের ক্যাম্পাসে মেট্রোরেল চালু হওয়ার খুশিতে আমরা ঢাবি শিক্ষার্থীরা খুব আনন্দিত ছিলাম এবং প্রথম বর্ষের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী হওয়ায় আমি এবং আমার পুরো ব্যাচ সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করি। তখন আমি এবং ২ মাস হলো ক্যাম্পাসে আসা আমার পুরো ব্যাচ আমরা কেউই কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। সুতরাং স্পষ্টত বলতে পারি, আমি ৫ আগস্টের আগে কোনোরূপ রাজনীতিতে যুক্ত ছিলাম না। প্রতিবাদপত্রে তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন।

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে ভুলবশত পুতুল ঢাবির ২০২২-২৩ সেশনের নাট্যকলা বিভাগের ছাত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তিনি নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী। ২০২৩ সালের ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের আগমনকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। সেখানে সরাসরি অংশ নেন পুতুল। এছাড়া বিভিন্ন সময়ে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেন তিনি। ছাত্রদল থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬