রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০২:১০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০১:২৩ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৬ জুলাই) জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।
এদিন সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ করা হয় এবং এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বৃক্ষরোপণ, বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনকালে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাকে আমন্ত্রণ জানানোই এজন্য উদ্যোক্তা এবং মাননীয় উপাচার্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে। এই জুলাই মাসে এই ধরনের একটা অনুষ্ঠান আসতে পেরে, তরুণদের সামনে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আশা করছি অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা দিনটি উদযাপন করতে পারব। সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ সমন্বিত রাখতে পারব। এই বিশ্ববিদ্যালয় যেন আগামী অনেক বছর তার যে গুরুদায়িত্ব এবং যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে নিয়ে করছে তা যেন ধরে রাখতে পারে কামনা করছি।’