আঙ্গুল উঁচিয়ে ভিসিকে শিক্ষার্থী—‘স্যার, আপনি নিজের যোগ্যতায় আসেননি, আমরা বসাইছি’, কী সাংঘাতিক!

০৫ জুলাই ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
উপাচার্যের কক্ষে ঢুকে একদল শিক্ষার্থীর প্রকাশ্যে হট্টগোল

উপাচার্যের কক্ষে ঢুকে একদল শিক্ষার্থীর প্রকাশ্যে হট্টগোল © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের কক্ষে ঢুকে একদল শিক্ষার্থীর প্রকাশ্যে হট্টগোল, শিক্ষককে বরখাস্তের দাবিতে উত্তেজনা এবং ভিসিকে উদ্দেশ্য করে আঙুল উঁচিয়ে বলা ‘স্যার, আপনি নিজের যোগ্যতায় আসেননি, আমরা বসাইছি’ এমন ঘটনায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।

আজ শনিবার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির সাক্ষাৎকার দিতে আসা শিক্ষককে বরখাস্তের দাবিতে একদল শিক্ষার্থী ভিসির রুমে ঢুকে যায় এবং সেখানে যেভাবে হট্টগোল করে তা অকল্পনীয়। একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিসে কি এমন মব হতে পারে? সেখানে ছাত্ররা ঢুকে গিয়ে এইরকম আচরণ করতে পারে? কোন অজুহাত বা কোন কারণে কি এমন হতে পারে? অথচ এটি দেশের চারটি পুরোনো বিশ্ববিদ্যালয়ের একটি!’

তিনি আরও বলেন, ‘ভিসি প্রফেসর ইয়াহিয়াকে আংগুল উঁচিয়ে একজন শিক্ষার্থী বলেছে "স্যার আপনাকে আমরা বসিয়েছি, আপনি নিজের যোগ্যতায় এখানে আসেননি"! কি সাংঘাতিক কথা। সেই ভিসিরতো আর এক মুহূর্তও সেই পদে থাকে কি করে? উনার পদত্যাগে একটা ক্যাসকেডিং ইফেক্ট হতে পারে যার মধ্যে দিয়ে আরেকটা ভালো কাজের সূচনা হতে পারে। ব্যক্তিগতভাবে আমি উনাকে যতটা জানি উনি একজন ভালো মানুষ। কিন্তু এই দেশের কোন ভালো মানুষই সম্মান পায় না। আজকে যদি তিনি ততোধিক খারাপ হতেন উনার চারপাশে শিক্ষক ও ছাত্রদের মধ্যে যারা গুন্ডাপান্ডা প্রকৃতির তারা তাকে ঘিরে রাখতো।’ 

আরও পড়ুন: ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি আবেদনের সময় পরিবর্তন

অধ্যাপক মামুন বলেন, ‘আসলে আমাদের বড় পদে যাওয়া মানুষজন পদত্যাগ করতে জানেনা। যত অপমান অপবাদই আসুক ততক্ষণ পর্যন্ত পদ আগলে রাখে যতক্ষণ না পদ থেকে সরিয়ে দেওয়া না হয়। কখন পদত্যাগ করতে হয় এইটা না জানাটা অযোগ্যতার লক্ষণ। ইন ফ্যাক্ট ৫ আগস্টের পর দেশের অধিকাংশ পদে যারাই বসেছেন তাদের সবার পদ পাওয়াকে শিক্ষার্থীরা মনে করে তারা বসিয়েছেন। আসলে শিক্ষার্থীরাতো মনে করে স্বয়ং প্রধান উপদেষ্টাকেও তারা বসিয়েছে এবং প্রধান উপদেষ্টা সেটা প্রথম থেকেই বলে আসছেন। কথাতো ঠিক। আজকে চারিদিকে যেই অরাজকতা দেখছেন এইসব সেই আস্কারার ফলাফল। প্রধান উপদেষ্টা সেদিন যদি শিক্ষার্থীদের বলতেন "তোমরা তোমাদের কাজ করেছ। এখন আমাদেরকে আমাদের কাজ করতে দাও আর তোমরা তোমাদের কাজে ফিরে যাও। উনি সেটা না করে উলটো তাদেরকে আরও বেশি করে বাতাস দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন। যার ফল বর্তমান বাংলাদেশের যত অরাজকতা।’

দেশের একটি গণমাধ্যমের উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রশিবিরের নেতা হাবিবুল্লাহ খালেদ উচ্চ স্বরে কথা বলছেন। তাঁর সঙ্গে থাকা অন্যরা হইচই করছেন। তাদের সামনে শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার, সহ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য নির্লিপ্তভাবে চেয়ারে বসে থাকতে দেখা গেছে।’ আওয়ামী বুদ্ধিজীবীদের দ্বারা তৈরি করা ন্যারেটিভকে এই শিক্ষার্থীরাই সত্য প্রমাণ করছে। যা আরও দুঃখজনক। সেই ভিডিওটি আমিও দেখেছি।’ 

কামরুল হাসান মামুন আরও বলেন, ‘শিক্ষার্থীদের যেই আচরণ দেখলাম তা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতে পারে না। কোন কারণে বা কোন অজুহাতেই হতে পারে না। আর সেটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের ভেতরে? কল্পনা করতে পারেন? এই শিক্ষার্থীরা যখন বিসিএস সরকারি চাকুরি পাবে কি করবে? বা এমপি মন্ত্রী হলে কি করবে? আসলে দেশের বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের শিক্ষার্থীরা সকল কু-কর্মগুলো শেখে তারপর বড় হয়ে চাকুরি পেয়ে চাকুরি স্থলেও এইসবই করে। এর জন্য দায়ী দলীয় ভিত্তিতে ছাত্র ও শিক্ষক রাজনীতি। খোঁজ নিয়ে দেখেন এর পেছনের আর্চিটেক্ট হলো ছাত্র ও শিক্ষক রাজনৈতিক শাখার নেতারা। এই দেশ ভালো হওয়ার আর কোন সম্ভবনা দেখি না।’

আমিরসহ জামায়াতের ৭ কেন্দ্রীয় নেতাকে নিরাপত্তা দিতে চিঠি
  • ২০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলা নিয়ে ‘নিশ্চিত না’ লিটনও
  • ২০ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলে সব গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না
  • ২০ জানুয়ারি ২০২৬
এমপি প্রার্থীকে শোকজ নিয়ে যা বলছেন জামায়াতপন্থী চিকিৎসকরা
  • ২০ জানুয়ারি ২০২৬
কত নম্বর পেয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তারা
  • ২০ জানুয়ারি ২০২৬
আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9