রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ সংস্কারের দাবিতে ফের বিক্ষোভ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM

বিভাগের সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এসময় তারা ‘বিভাগ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার', 'সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি', 'এই মুহূর্তে দরকার ফোকলোর বিভাগ সংস্কার' এমনসব স্লোগান দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার। যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা।
এসময় এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এর আগে ডীন স্যারের কাছে চিঠি দিয়েছি। তারা এটা নিয়ে মিটিং করেছে। সেখানে আমাদের বিভাগের শিক্ষকরা ও ডিন স্যার সম্মতি দিয়েছে কিন্তু কোনো সমাধান আমরা পাইনি। আমরা এমন দফায় দফায় আর বসতে চাচ্ছি না। আমরা চাই আজকের মধ্যে প্রশাসন থেকে সম্মতি বা আমাদের হয়ে একটা রায় দিক।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা এর আগে যে আন্দোলন করে চিঠি দিয়েছিলাম তার জন্য আজ একটা মিটিং হয়েছে। মিটিংয়ে ডিন স্যার বলেছেন আমরা সিন্ডিকেট পাঠাব। এটা পাস না হলে আমাদের আবার আন্দোলন আনতে হবে। আমরা বারবার আন্দোলনে নামতে চাচ্ছি না। আমরা চাই আজ ভিসি, প্রো-ভিসি স্যার আমাদের আশ্বাস দিক যে দাবি মেনে নেওয়া হবে। আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করব।’
এর আগে ২২ মে সকাল ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে দাবির সাপেক্ষে ডিন অফিস বরাবর একটি চিঠি পাঠানো হয়।