ঢাবিতে গেস্টরুম-গণরুমের মতো অপসংস্কৃতির পুনরুত্থান চায় না ছাত্রদল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৪:১০ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং অন্যথায় হলে আসন বরাদ্দ না পাওয়া আবেদনকারী শিক্ষার্থীদের আবাসন বৃত্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (৩০ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের সৃজনশীল মন-মনন বিকাশে গণরুম-গেস্টরুমের মত অপসংস্কৃতি বাধা হয়ে দাঁড়ায়। অতীতে এসব কক্ষে বিভিন্নভাবে নবীনদের ওপর শারীরিক ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু ‘২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে এমন অনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি আর কেউ দেখতে চায় না।
বিবৃতিতে আরও বলা হয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ছাত্রদল মেধা, সৃজনশীলতা ও শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলপ্রধানের কাছে আবেদনকারী সকল শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এছাড়া যারা সিট পাবে না, তাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করতে ‘আবাসন বৃত্তি’ চালুর আহ্বানও জানানো হয়েছে। এসব দাবির বাস্তবায়নে সংগঠনটির নেতাকর্মীরা সচেতন ও সক্রিয় থাকবে বলে বিবৃতিতে বলা হয়।