জাবিতে এশিয়ান স্টাডিজ ও ইসলামিক থিওলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সেন্টার ফর এশিয়ান স্টাডিজ’ এবং ‘ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আরও দুটি নতুন ডিসিপ্লিন— ‘ক্যালিগ্রাফি অ্যান্ড টাইপোগ্রাফি’ এবং ‘ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনের প্রাক্কালে উপাচার্যের শুভেচ্ছা বক্তব্যে এসব তথ্য জানান।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় বহুমাত্রিকতা আনার লক্ষ্যে গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় ‘সেন্টার ফর এশিয়ান স্টাডিজ’ ও ‘ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে বিদ্যমান ৩টি ডিসিপ্লিনের সাথে নতুন দুটি ডিসিপ্লিন সংযুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভায় প্রস্তাবিত কেন্দ্র ও ডিসিপ্লিনগুলোর যথার্থতা যাচাই এবং বাস্তবায়নের লক্ষ্যে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।