ছিনতাইকারীর কবলে রাবির দুই শিক্ষার্থী, থানায় মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর উপর ছিনতাইকারীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী মেহেরচণ্ডির জলিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী এক নারী শিক্ষার্থীর স্বর্ণের আংটি ও একটি ঘড়ি হারিয়েছেন এবং তার সঙ্গে থাকা বন্ধু ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন।

এ ঘটনায় রাতে ভুক্তভোগী নারী শিক্ষার্থী বাদি হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন।

হামলার শিকার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী এবং তার সঙ্গে থাকা বন্ধু ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে এজাহারে উল্লিখিত অভিযুক্তরা হলো ওই এলাকার সামসুল হকের ছেলে সোহান (২০), মামুনের ছেলে শিথল (২২), রেজাউলের ছেলে রাজু (২৩)।

এজাহারে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করেন, বেলা সাড়ে ৩টার দিকে ক্লাস শেষ করে আমি ও ক্যাম্পাস থেকে আমার মেহেরচণ্ডি জলিলের মোড় এলাকায় আমার ছাত্রী নিবাসের দিকে যাই। পথিমধ্যে জলিলের মোড়ে অভিযুক্তরা আমাদের পথরোধ করে এবং বাজেভাবে নানা প্রশ্ন করে। এসময় তারা আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজের একপর্যায়ে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে বাম হাতে থাকা ১টি সোনার আংটি ও ডান হাতে থাকা ১টি ঘড়ি ছিনিয়ে নেয়। 

এজাহারে আরও বলা হয়, ঘটনার একপর্যায়ে আমার বন্ধু তাদের বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর শুরু করে। আমি তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে আমার জামাকাপড় ধরে টানা হেঁচড়া করে এতে আমার চশমা ভেঙ্গে যায়। আমরা ভয়ে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের দোকানদারসহ আরো অনেকেই এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।

থানায় অভিযোগের বিষয়ে ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন, এই এলাকায় শুধু আমি না, এখানে কয়েকশত নারী শিক্ষার্থী থাকেন। দিনে দুপুরে আমার সঙ্গে এই ধরনের হামলা তাদের নিরাপত্তার জন্যও হুমকি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃশ্যমান আইনগত শাস্তি চাই।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এই ঘটনার জানার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং শিক্ষার্থীদের আইনগত সহায়তা ও তাদের নিরাপত্তার জন্য আমরা থানা পুলিশের সঙ্গে আলোচনা করেছি।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর চন্দ্রীমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সন্ধ্যায় আমরা একটা অভিযান করেছি। রাতে আরও একবার অভিযান পরিচালনা করা হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।

 


সর্বশেষ সংবাদ