শহীদ জিয়াউর রহমান স্মরণে ঢাবিতে বিশেষ সেমিনার কাল

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাদা দলের নেতারা
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাদা দলের নেতারা  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে বিএনপি সমর্থিত শিক্ষক সংগঠন ‘সাদা দল’। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাদা দলের নেতারা এ তথ্য জানান।

সাদা দলের পক্ষ থেকে জানানো হয়, ‘মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সেমিনারে সভাপতিত্ব করবেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এসময় ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ব‌লেন, ‘শ‌হিদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমা‌ন নি‌য়ে কারো কোন প্রশ্ন নাই। তি‌নি খুব সাধারণ জীবন-যাপন ক‌রে‌ছেন। এ সে‌মিনা‌রে শিক্ষার্থীরা তার জীবন সম্পর্কে জান‌তে পার‌বে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আসলাম হোসেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং সদস্য সচিব অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।


সর্বশেষ সংবাদ