ঢাবি এলাকায় বিক্ষোভ করে ককটেল ফাটাল ছাত্রলীগ, আটক ১

১৬ জুন ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৬:৪২ PM
ঢাবির শেখ মুজিব হলের পকেট গেট এলাকায় ছাত্রলীগের বিস্ফোরণ ঘটানো ককটেল

ঢাবির শেখ মুজিব হলের পকেট গেট এলাকায় ছাত্রলীগের বিস্ফোরণ ঘটানো ককটেল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার (১৬ জুন) সকাল ৬টার দিকে ১০-১৫ জন স্লোগান দিয়ে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক স্থান থেকে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলায়েত শেখ বলেন, ‘আমি রুম থেকে স্লোগান শুনে বাইরে বারান্দায় গিয়ে দেখি ১২ থেকে ১৫ জন ব্যানার নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নামে স্লোগান দেচ্ছে। শেখ মুজিব হলের পকেট গেটের সামনে মিছিল শেষ করে ককটেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ হয়ে চারদিকে চলে যায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘অবিস্ফোরিত অবস্থান ককটেল পাওয়া পাওয়া যায়। আমরা খবর পেয়ে সেখানে যাই। বোম ডিসপোজাল ইউনিট সেগুলো উদ্ধার করে। সেখানে প্লাস্টিকের দুটি ব্যাগে মোট সাতটি ছিল। শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয় এবং কয়েকজন ঝটিকা মিছিল করে। তাদের মধ্যে থেকে পুলিশ একজনকে আটক করেছে।’

আরও পড়ুন: ঢাবি এলাকায় ছাত্রলীগের বিক্ষোভ, একাধিক স্থান থেকে ককটেল উদ্ধার

তিনি বলেন, মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। তবে ক্যাম্পাসে কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

হাইকোর্ট এলাকায় তিনি ককটেল পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, সেখানকার একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল থাকার খবর পেয়েই পুলিশকে জানানো হয়েছে। তাদের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিয়ে গেছে। তারা পরীক্ষা-নিরীক্ষা দেখছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘কয়েকজন একটি মিছিল বের করে। পরবর্তীতে পুলিশের ধাওয়ায় তারা চলে যায়। তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬