ঢাবি শিক্ষার্থী শাকিলের আত্মহত্যায় জড়িত মব সৃষ্টিকারীদের বিচারের দাবি ছাত্রফ্রন্টের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:০৮ PM

মানিকগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শাকিল আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে জেলার সিঙ্গাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি অনুযায়ী, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে এক ব্যক্তির পোস্টে মন্তব্যের জেরে তাকে স্থানীয় কিছু লোক হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার এ মৃত্যুর ঘটনায় মবসৃষ্টিকারীদের দায়ী করে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ মঙ্গলবার (১০ জুন) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল ৯ জুন দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ক্রমাগত হুমকির মুখে আত্মহত্যা করেছে বলে জানা যায়। মৃত্যুর আগে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে যান, তার সাথে কতিপয় ব্যক্তির ভুল বোঝাবোঝির জের ধরে তার উপর অনলাইন মব চালানো হয় এবং তার পরিবারের উপর হুমকি দেয়া হয়। ১ বছরের পুরোনো একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে তার নামে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি ফেসবুকে বেশ কয়েকবার ক্ষমা চেয়েও মবের হাত থেকে রক্ষা পান নি। শাকিল মব ভায়োলেন্স এড়ানোর জন্যই আত্মহত্যার পথ বেছে নেন। শাকিলের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এই ঘটনায় জড়িত মব সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার ও তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে—আত্মহত্যার আগে ঢাবি ছাত্রের স্ট্যাটাস
নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতার ঘাটতি সুস্পষ্টভাবেই লক্ষণীয়। দেশের সর্বত্র বিভিন্ন সময় সংঘবদ্ধ সহিংসতা সংঘটিত হয়েছে। যেকোনো ভিন্ন মতের উপর হামলা হচ্ছে, মাজারে হামলা হচ্ছে, নারী নিপীড়ন হচ্ছে, ভিন্ন জাতিসত্তার উপর নিপীড়ন হচ্ছে। এইসব সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে সরকারের নিষ্ক্রিয়তা, বিচারহীনতাই এধরনের ঘটনাগুলো ঘটার প্রেক্ষাপট তৈরি করছে। এই বিচারহীনতার সংস্কৃতি এবং সংঘবদ্ধ সহিংসতার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল অকাল মৃত্যুর জন্য দায়ী। শাকিলের আত্মহত্যায় জড়িত মব সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।