নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে এ অঞ্চলের সর্বোৎকৃষ্ট বিশ্ববিদ্যালয়: উপাচার্য

১০ জুন ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৯ PM
সংবর্ধনা, অদম্য মেধাবৃত্তি প্রদান ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

সংবর্ধনা, অদম্য মেধাবৃত্তি প্রদান ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান © টিডিসি ফটো

নওগাঁ বিশ্ববিদ্যালয় বন্ধের চেষ্টা হয়েছে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সরকার গঠিত হলে এটি এ অঞ্চলের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। তিনি জানান, বগুড়ার ভিসি নওগাঁর এবং নওগাঁর ভিসি বগুড়ার—এই পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর বঞ্চনার শিকার বগুড়া ও নওগাঁ ঘুরে দাঁড়াবে।

সোমবার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা, অদম্য মেধাবৃত্তি প্রদান ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ড. হাছানাত আলী বলেন, নওগাঁর যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে আমি তাদের পেছনে তিন মাস দৌড়িয়েছি। গাড়ি ছিল না, অটোতে করে গিয়েছি, মেট্রোতে চড়েছি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাসরুমে থাকবে বলে এ আশায়। আজকে যে সকল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে আমার খুব ভালো লাগতো তারা যদি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতো। আমি রিকশায় করে বিশ্ববিদ্যালয়ের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গিয়েছি। আমার এক সহকর্মী আমাকে বলেছেন আপনি রিকশায় করে রাষ্ট্রপতির কাছে যাবেন? আমি তাকে বলেছি আমার এক শিক্ষক বলতেন, বিড়াল সাদা না কালো সেটি কোন বিষয় নয়। বিষয় হচ্ছে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। আমি রাষ্ট্রপতির কাছে যাব। উনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আচার্য। আমি গাড়ি নিয়ে যাব, না রিকশায় যাব সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পারলাম কিনা? আমি রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পেরেছিলাম। উনি শিক্ষা সচিবের কাছে ডিও লেটার পাঠিয়ে বলেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা হোক।

আরও পড়ুন: আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, নওগাঁবাসীর কাছে আমি অনুরোধ জানাবো আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমি একা পারছি না, আপনারা দয়া করে একটু ইউজিসিতে গিয়ে বলুন। এই বিশ্ববিদ্যালয় আপনাদেরই। আমি সেই সময় উপদেষ্টা নাহিদ সাহেবের কাছে গিয়েছি নওগাঁর সন্তানদেরকে নিয়ে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার জন্য। অনেকেই ভাবছেন ভিসি ঘুমাচ্ছে। ভিসি ঘুমায় না। আমার গাড়ির মধ্যেই সংসার, গাড়ির মধ্যেই খাওয়া দাওয়া, এক অফিস থেকে আরেক অফিসে ছুটি। খুশির সংবাদ হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমি ইউজিসির কাছে ৫০ বছরের একটি মাস্টার প্ল্যান দিয়েছিলাম। প্রজেক্টটি অনুমোদিত হয়েছে। আশা করি জুলাইয়ের মাঝামাঝি সময়ে টেন্ডারে যাবে এবং খুব দ্রুত কাজ শুরু হবে।

নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত ই জাহান, নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. ইসরাফিল রতন, নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার, পরিবেশবাদী সংগঠন বাপা'র সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু এবং নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী বক্তব্য রাখেন। 

পরে ৪৩ তম বিসিএস'এর কর্মকর্তাবৃন্দ ও ২৪ সালে যোগদানকৃত সরকারি-বেসরকারি চাকরিজীবীদের এবং ২২-২৩ ও ২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্বে সরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9