ঢাকা বিশ্ববিদ্যালয়

দ্রুত ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিবিরের

ঢাবির মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন, সাম্য হত্যার বিচার ও সার্বিক ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শিবিরের সংবাদ সম্মেলন
ঢাবির মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন, সাম্য হত্যার বিচার ও সার্বিক ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শিবিরের সংবাদ সম্মেলন  © টিডিসি

অনতিবিলম্বে ডাকসুর সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে, শিক্ষার্থীদের প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন, সাম্য হত্যার বিচার ও সার্বিক ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি এস এম ফরহাদ।

লিখিত বক্তব্যে তিনি ডাকসু সম্পর্কে তিনি বলেন, গণঅভ্যুত্থানে মুক্তির সনদ ঐতিহাসিক ৯ দফার অন্যতম দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন কার্যকর করা। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর এই যৌক্তিক দাবি পূরণের পথে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ধীর গতিতে অগ্রসর হয়েছে। গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বলেছিলেন, "ডাকসু নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে"। কিন্তু, ফেব্রুয়ারি গড়িয়ে মে মাস চলমান তবুও আশা জাগানোর মতো কিছুই পরিলক্ষিত হয়নি। প্রশাসনের এই রহস্যজনক অবহেলা ও ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা। তাই অনতিবিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

এসময় নিরাপদ ক্যাম্পাস নিয়ে তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ক্যাম্পাস এলাকায় ভবঘুরে, অপ্রকৃতিস্থদের বিরুদ্ধে উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা; পুরো ক্যাম্পাস এলাকা ও ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা;ক্যাম্পাসের পাঁচটি প্রবেশপথে যে সিকিউরিটি এন্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা; প্রয়োজন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল পরিচালনা করা।

এছাড়াও ঢাবি শিবির সভাপতি সাম্য হত্যার ঘটনার মূল রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিতে তড়িৎ পদক্ষেপ নেওয়ার কথা জানান।

সর্বোপরি তিনি তিনটি মৌলিক দাবি তুলে ধরেন। মৌলিক দাবিগুলো হলো- অবিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরিয়ে দিতে হবে; ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে; অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিতকরণে আনুষ্ঠানিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!