চাঁদনী চক মার্কেটে ঢাবি ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ, মারধরের শিকার দুই শিক্ষার্থী

২৭ মে ২০২৫, ০৩:০১ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
চাঁদনী চক মার্কেটের দোকানদারদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এই ঘটনা ঘটেছে

চাঁদনী চক মার্কেটের দোকানদারদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এই ঘটনা ঘটেছে © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটের একটি দোকানে কাপড় কিনতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়টির দুই শিক্ষার্থী প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই মার্কেটের জেসমিন ফেব্রিকস নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। পরে তাদের দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ফারহান বলেন, আমি, আয়াজ এবং ২০২২-২৩ সেশনের ছাত্রী মাসরাত আপু ওই দোকানে কাপড় কিনতে যাই। কাপড় দামাদামি করার এক পর্যায়ে দোকানির দাবিকৃত দাম দিতে আমরা রাজি না হলে মাসরাত আপুকে উদ্দেশ্য করে তারা অরুচিকর মন্তব্য করে। এসময় তাকে হেনস্তা করা শুরু করলে আমরা প্রতিবাদ জানাই। 

পরবর্তীতে ফারহান তার বন্ধু শাহেদ ও রূপককে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। এরপর শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে শিক্ষার্থীদের ‘চোর’ বলে চিৎকার শুরু করে এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়।

এতে মাথায় এবং পায়ে আঘাত পেয়ে শাহেদুল ইসলাম এবং আয়াজুর রহমান আহত হন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই মার্কেটে অবস্থান করলে পুলিশ একজনকে আটক করে। তবে মূল হোতাকে ধরতে পারেনি পুলিশ। এদিকে, আটককৃতকে পুলিশ সেফ জোন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠলে নিউমার্কেট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে একদল শিক্ষার্থীকে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী শাহেদুল ইসলাম বাদী হয়ে রাতে নিউমার্কেট থানায় মামলা করেন। এ বিষয়ে নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ একেএম মাহফুজুল হক বলেন, ইতোমধ্যে মিলন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চার জনের নাম লিস্ট করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই জড়িতদের গ্রেপ্তার  করা হবে।

ট্যাগ: ঢাবি
 ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করল জবি প্রশাসন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানকে সমবেদনা জানালেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্র…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের ভেন্যু নিয়ে বিপাকে বিসিবি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষ হলো বেগম জিয়ার জানাজা, রাজধানীতে জনস্রোত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!
  • ৩১ ডিসেম্বর ২০২৫