ঢাবিতে ঘুরতে এসে সাপের কামড়, হাসপাতালে ভর্তি হলেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী

২৬ মে ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
সাপের কামড়

সাপের কামড় © টিডিসি সম্পাদিত

পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বন্ধুর কাছে ঘুরতে এসে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। আজ সোমবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের মসজিদের সামনে থাকা সৌন্দর্যবর্ধক ঝোপের পাশে ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই শিক্ষার্থীর নাম রাহাদ সিকদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২৩-২৪ সেশনের একজন শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীর বন্ধু রেজওয়ানুল হক সিয়াম বলেন, আমরা পাঁচ-ছয়জন নামাজ পড়ে বের হয়েছিলাম। হঠাৎ করে সে বলে উঠে যে আমাকে সাপে কেটেছে। সাপে কাটা মাত্রই আমরা তাকে একটি মটরসাইকেলে করে সরাসরি ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। পরবর্তীতে সেখানে তার চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত সবাই সাপটাকে দেখেছি। হলদে রঙের ছিল সেটি।

ওই শিক্ষার্থী আরো জানায়, হল প্রশাসন থেকে শিক্ষকরা নিজেরা ঢাকা মেডিকেল কলেজে এসে তাকে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করেছেন। ডাক্তার বলেছেন, আপাতত রোগী শঙ্কা মুক্ত। তবে আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারবেশনের রাখা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলয়াস আল-মামুন বলেন, তাকে হয়তো ঢোঁড়া সাপ কেটেছে। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি। আপাতত সে শঙ্কামুক্ত। এছাড়া তার সার্বিক সহযোগিতায় হল প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

আনোয়ারায় বছরের প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই, ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
সিঙ্গাপুরে লিফট দুর্ঘটনায় নাটোরের যুবক নিহত, মরদেহের অপেক্ষ…
  • ০১ জানুয়ারি ২০২৬
র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরের ফিটনেস চ্যালেঞ্জ: নিজেকে কষ্ট না দিয়ে সারাবছর ফি…
  • ০১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল
  • ০১ জানুয়ারি ২০২৬