বেশিরভাগ শিক্ষার্থীকে আমি ‘তুই’ বলে সম্বোধন করি: ঢাবি ভিসি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৮:০২ PM

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে ‘আমাকে মার বেটা, মার’ বলতে শোনা গেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। মূলত মঙ্গলবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় উত্তেজিত ছাত্ররা তার বাসভবনের সামনে হট্টগোল শুরু করলে এমন শব্দোচ্চরণ করেন তিনি। এসময় তাদেরকে ‘তুই’ বলে সম্বোধন করতেও শোনা গেছে।
এমন আচরণের ব্যাখ্যা দিলেন ভিসি নিজেই। আজ বুধবার (১৪ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বহুকিছু বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে চাকরিটা করি। আমি এটাকে ব্রত মনে করি। সে জায়গা থেকে আমি শিক্ষার্থীদেরকে বেশিরভাগ সময় ‘তুই’ বলে সম্বোধন করে থাকি। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদেরও।
তিনি আরও বলেন, আমার চাকরির বয়স প্রায় ৩৮ বছর। আমি মনে করি যে, আগামীকাল-পরশু হয়তো নাও থাকতে পারি। সেই জায়গা থেকে সবার সঙ্গে সর্ম্পক হবে মমতার। আমি যখন এখানে থাকব না তখন আমার ছাত্ররা বড় বড় জায়গায় যাবে। তখন যেন আমি তাদের দেখে বলতে পারি, বাপ, তুই কেমন আছিস?
ভিসি বলেন, আমি যেকোনো ক্রাইসিসে আমাদের সহকর্মীদের পেয়ে থাকি। যেখানে গতকাল রাতে আমার এক ছাত্র এভাবে মারা গেছে সেখানে তাদের সহপাঠীদের মন খারাপ থাকবে, ক্ষোভ থাকবে। সেটা স্বাভাবিক। তাই আমি প্রথম চেষ্টাতেই তাদের সামনে গেয়ে দাঁড়াই। এটা আমি সব সময় করার চেষ্টা করি। আমি যদি আমার ছাত্রদের সাথে খোলামেলা কথা বলতে না পারি কিংবা আমার ছাত্ররা যদি আমার কাছে না আসতে পারে। এই সম্পর্ক যদি আমি তৈরি করতে না পারি আমিতো আনুষ্ঠানিক একটা দপ্তরে বসে থাকার জন্য এখানে আসিনি। সবার আগে পরিচয় আমি একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ক্রাইসিস মুহূর্তে তাদের অনুরোধে আমি দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছি।