ন্যায়বিচার নিশ্চিতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে ভারসাম্য রক্ষা বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি 

বক্তব্য দিচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
বক্তব্য দিচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ  © টিডিসি ফটো

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সার্বভৌমত্ব এমন এক অপরিসীম বিধানমূলক ক্ষমতার প্রকাশ যা যেকোনো আইনি ব্যবস্থা সৃষ্টি, পরিবর্তন ও বিলুপ্ত করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে সরকার হলো সার্বভৌম ক্ষমতার সৃষ্টি একটি মাধ্যম, যার দ্বারা এই অপরিসীম ক্ষমতা প্রয়োগ করা হয়। ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যা অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’ এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে।

আজ রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ ও একে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম একে খান মেমোরিয়াল আইন বক্তৃতায় তিনি এসব বলেন। 

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবি বলেন, সময়োপযোগী ও চিন্তন উদ্দীপক থিম আমাদের ন্যায়বিচার নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এ সময় তিনি একে খান ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সংবিধান কাঠামোকে আরও শক্তিশালী করে সংস্কারের চেতনা জাগ্রত করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম জাফর উল্লাহ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence