ঢাবিতে অনশনরত গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতার হিট স্ট্রোক, হাসপাতালে ভর্তি

২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৭ PM
অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত হিট স্ট্রোক করেন

অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত হিট স্ট্রোক করেন © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে দীর্ঘ ২০ ঘণ্টা ধরে প্রতীকী অনশন পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এ সময় প্রখর রোদে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত হিট স্ট্রোক করেন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা মোফাজ্জল হোসেন সাদাত অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে প্রতীকী অনশন করছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, ‘কুয়েট ভিসির পদত্যাগ নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব।’

আরও পড়ুন: অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে কুয়েটে শিক্ষা উপদেষ্টা

অনশনকারী ঢাবি শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ‘কুয়েট ভিসির পদত্যাগের আগপর্যন্ত আমরা এ আমরণ অনশন চালিয়ে যাব। কুয়েটে আমাদের একটি প্রতিনিধিদল গেছে। আশা করছি, আজই এর সমাধান হবে।’

ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলমসহ আরও অন্তত ১৫ জন নেতাকর্মী এই অনশনে অংশ নিয়েছেন। অন্যান্যের মধ্যে রয়েছেন লিমন মাহমুদ, রেজওয়ান আহমেদ রিফাত, সাকিব আহমেদ, সাব্বির উদ্দিন, আহনাফ রহমান, আনিকা তাহসিনা ও সায়লা আক্তার।

বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে তালা শিক্ষার্থীদের
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন প…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬