৪ দিনেও খোঁজ মেলেনি চবির অপহৃত পাঁচ শিক্ষার্থীর, রাস্তায় নামার হুঁশিয়ারি

১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা © টিডিসি রিপোর্ট

চারদিন হতে চললেও খোঁজ মেলেনি খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহরণে শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর। এবার তাদের মুক্তির দাবিতে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাল্লাং এনরিকো কুবি নামের এক শিক্ষার্থী একথা জানান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে ৫ জন শিক্ষার্থী অপহরণের শিকার হয়। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অপহরণ ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় আমরা আদিবাসী শিক্ষার্থীরা অপহৃতদের নিঃশর্ত দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি এবং একই সাথে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্র সংগঠনসমূহ তীব্র নিন্দা এবং অপহৃতদের নিঃশর্ত দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে।

তিনি বলেন, অপহরণের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো অপহৃত ৫ শিক্ষার্থীর সন্ধান না পাওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ দেখতে না পাওয়ায় আমরা আদিবাসী শিক্ষার্থীবৃন্দ আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। আমরা আগামীকাল থেকে একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তিন পার্বত্য জেলা শহর, মহানগরে সচেতন, মানবিক ও প্রগতিশীল ছাত্র ও নাগরিক সমাজকে আমাদের আন্দোলনে সংহতি ও সহযোগিতা প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

এসময় শিক্ষার্থীরা ৩ দফা পেশ করেন। সেগুলো হলো- অবিলম্বে অপহৃত ৫ শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ শরীরে মুক্তি দিতে হবে, শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অপহরণের সাথে যুক্ত সবাইকে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, অপহৃত শিক্ষার্থীদের খোঁজ পেতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপহৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি স্রো। 

ট্যাগ: চবি
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকা কত?
  • ১৪ জানুয়ারি ২০২৬
গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা…
  • ১৪ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যুতে এইচআরএসএসের উদ্বেগ
  • ১৪ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৩৮…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল সহযোগিরা, বাবা আটক
  • ১৪ জানুয়ারি ২০২৬
আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9