কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে তারা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘কুয়েট তোমার ভয় নাই, জুলাই আমরা ভুলি নাই,’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে প্রদক্ষিণ করে তারা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এ বি জোবায়ের বলেন, কুয়েটের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার সাথে একাত্মতা পোষণ করছি। আমরা কুয়েট ভিসির অপসারণের দাবির সাথে একাত্ম পোষণ করছি। আমরা দালাল মাসুদের পদত্যাগ চাই। এ ভিসিকে পদত্যাগ করে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। অবিলম্বে যদি এ ভিসি পদত্যাগ না করে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলবো। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়ন উদ্দিন সরকার তন্ময় বলেন, যারা কোপ খেলো তাদের নামেই আবার মামলা হলো এবং পরে তাদেরকেই বহিষ্কার করা হলো। এটা নিশ্চিত অর্থেই ফ্যাসিবাদী আচরণ। তারা নব্য ফ্যাসিবাদ হওয়ার পাঁয়তারা করছে। যারা নির্বাচনে আসার আগেই মনে করে তারা ক্ষমতায় এসে গেছে। তাদের বলতে চাই আওয়ামী লীগতো দিল্লি পালিয়েছে আপনারা দিল্লিও পালাতে পারবেন না। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমাদের এ লড়াই কুয়েটকে বাঁচানোর লড়াই। এ লড়াই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে তাড়ানোর লড়াই। আপনারা দেখেছেন বিএনপির সন্ত্রাসীরা কীভাবে কুয়েটের সাধারণ শিক্ষার্থীর উপর আক্রমণ করেছে। ওই হামলা যেন আরেক জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে দাড়িয়েছে। এ হামলা থামাতে যখন সেনাবাহিনীকে ডাকা হয় এই ভিসি তখন তাদের ক্যাম্পাসে ঢুকার অনুমতি দেয় নাই। 

তিনি আরো বলেন, তার পরে আমরা দেখলাম কীভাবে স্বর্ণ চুরির মতো মিথ্যা মামলা দেওয়া হলো শিক্ষার্থীদের নামে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই আপনারা কীভাবে এমন প্রহসনের মামলা গ্রহণ করলেন। যেসব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিল তাদের অতিদ্রুত গ্রেপ্তার করুন। না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬