গাজার প্রতি সংহতি জানিয়ে রাজশাহীর কবিদের প্রতিবাদী কবিতা পাঠ

১৩ এপ্রিল ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩০ AM
কবিদের প্রতিবাদী কবিতা পাঠ

কবিদের প্রতিবাদী কবিতা পাঠ © ফাইল ফটো

ফিলিস্তিনে চলমান বর-বরচিত গণহত্যার প্রতিবাদে ও গাজার প্রতি সংহতি জানিয়ে শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগ প্রতিবাদী কবিতা পাঠ কর্মসূচি পালন করেছে রাজশাহীর কবিরা।

রবিবার (১৩ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেন তারা। 

শব্দকলার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক মাহফুজুর রহমান আকন্দ বলেন, শব্দকলা সবসময় মানবতার পক্ষে কাজ করে। এ পর্যন্ত আমরা যত কাজ করেছি তা সবকিছুই বাংলা ভাষা, সাহিত্য, ও মানবতার জন্য। ভিডিও গেইমসের মতো যেভাবে গাজা ও রাফা শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের কবিতা পাঠের আয়োজন করেছি। গাজার প্রতি এমন বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, কবি কাজী নজরুল ইসলাম যখন বৃটিশদের বিরুদ্ধে তাঁর কবিতার মাধ্যমে সংগ্রাম চালিয়েছিলেন তখন কিন্তু  মিডিয়া এত শক্তিশালী ছিল না, তবুও তাঁকে কবিতা লিখে কারাবরণ করতে হয়েছিল। উনার যে কবিতার শক্তি ছিল তা বৃটিশদের গদিকে নাড়িয়ে দিয়েছিল। সুতরাং কবিতাও একটি প্রতিবাদের শক্তিশালী ভাষা। আমার বিশ্বাস, এই কবিতার যে প্রচণ্ড শক্তি আছে তা ইসরায়েলি দখলদার বাহিনীর গদিকে নাড়িয়ে দেবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, কবিতা হলো হৃদয়ের ভাষা। অল্প কথাতে হৃদয়ের গভীরতম অনুভূতিকে প্রকাশ করতে কবিতার চেয়ে সুন্দর আর কোনো মাধ্যম নেই। কবিতা যেমন কোমলতার কথা বলে তেমনি যুদ্ধ, দ্রোহ, বিদ্রোহের ভাব প্রকাশ করার এক অন্যতম মাধ্যম। অবিচারের বিরুদ্ধে সুবিচারের যে যুদ্ধ চলছে এ যুদ্ধের অনেকগুলো দিক আছে। মাঠে যেমন যুদ্ধ হয়, জ্ঞানের রাজ্যে যুদ্ধ হয় তেমনি এক মস্ত বড় যুদ্ধ হলো এ ধরনের সাংস্কৃতিক কর্মসূচি। 

তিনি আরো বলেন, সাংস্কৃতিক অঙ্গনে এ যুদ্ধকে শক্তিশালী করা বিশাল একটা সংগ্রাম কারণ এটা মানুষকে উজ্জীবিত করে এবং প্রতিবাদী হতে শেখায়। আজকের এ আয়োজন খুব সুন্দর এবং ব্যতিক্রমী উদ্যোগ বলে আমি মনে করছি এবং এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে তেমনিভাবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এ সংগ্রাম ছড়িয়ে পড়ুক।

এছাড়াও এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। 

জামায়াত-এনসিপির কেউই ছাড়ছে না, কী হবে আসনটির?
  • ২০ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নি…
  • ২০ জানুয়ারি ২০২৬
লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম পূর…
  • ২০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িতে ‘অবরুদ্ধ’ জামায়াত প্রার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9