‘মার্চ ফর গাজা’ মিছিল থেকে ঢাবির হিন্দু ছাত্রকে মারধরের অভিযোগ

১২ এপ্রিল ২০২৫, ০৬:০৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
শোভন কুমার ঘোষ

শোভন কুমার ঘোষ © সংগৃহীত

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া কিছু দুর্বৃত্তের হাতে এক হিন্দু শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম শোভন কুমার ঘোষ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী। শনিবার (১২ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। 

ওই পোস্টে শোভন লেখেন, আজ শনিবার দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটে টিউশন থেকে ফিরছিলাম। ফেরার পথে ফোনে মায়ের সাথে কথা বলছিলাম। হাত উঁচুতে থাকায় আমার হাতের লাল সুতো দেখা যাচ্ছিল। তখন মার্চ ফর প্যালেস্টাইনে যোগ দিতে একটা মিছিল বাটা সিগন্যাল থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। মায়ের সাথে কথা বলছিলাম। এজন্য রাস্তা পার না হয়ে কাঁটাবন সিগনালের পাশে দাঁড়িয়েছেলাম। তখন আমার দিকে কয়েকজন অস্বাভাবিকভাবে তাকিয়ে ছিল। আমি অ্যাভয়েড করছিলাম। 

তার ভাষ্য, মায়ের সাথে ফোনে কথা শেষে ৪-৫ জন আমাকে নির্দেশ করে একে অপরকে বলে ওঠে, দেখেন এটার হাতে লাল সুতা। হিন্দু তাহলে। তখন তারা আমাকে ঘিরে ধরে। এর মধ্যে একজন বলে উঠলেন, এরা মুসলিম সমাজ ধ্বংস হইলে খুশি হয়। আরেকজন বলে উঠলেন, এরা ইসরায়েলের সার্পোটার, মারেন এটারে।  

তিনি আরও লিখেন, তারপর পিছন থেকে একজন শার্টের কলার ধরে টান দিতেই আর ২ জন আমাকে  ৩/৪ টা থাপ্পড় দিয়ে দিল। ওই মুহূর্তে অজানা কয়েকজন লোক এসে আমাকে প্রোটেক্ট করেন। তাদের মধ্যে একজন আমাকে হলগেট পর্যন্ত দিয়ে যান। 

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনটিআর…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে সেলস কোঅর্ডিনেটর, আবেদন স্নাতক …
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘ইন্টারন্যাশনাল’ নয়, আইসিসি হলো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে এনটিআরসিএতে সভা চলছে
  • ২৭ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬