ছয় দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা

০৮ এপ্রিল ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM
পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী পদযাত্রা প্রেসক্লাব মোড়ে আটকে দিয়েছে পুলিশ

পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী পদযাত্রা প্রেসক্লাব মোড়ে আটকে দিয়েছে পুলিশ © সৌজন্যেপ্রাপ্ত

‘আজাদ ফিলিস্তিন’ নামের একটি প্ল্যাটফর্মের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ছয় দফা দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে তাঁরা এ পদযাত্রা শুরু করেন। বিকেল ৫টার দিকে প্রেসক্লাব মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাঁদের ৬ দফা দাবি হলো: ১. অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। ২. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহি চাইতে হবে। ৩. কালবিলম্ব না করে পাসপোর্টে পুনরায় ‘এক্সেপ্ট ইসরায়েল’ কথাটি ফিরিয়ে আনতে হবে। ৪. ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের জোগানদাতা সব পণ্য ও সেবাকে রাষ্ট্রীয়ভাবে বর্জন করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ৫. ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্রসহ কেনা অন্য যেসব গোপন চুক্তি করেছে, তা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে এবং ৬. ইসরায়েলের মতো একই বর্বর কায়দায় গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬