নতুন করে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে আলোচনা

২৩ মার্চ ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
ব্যবসায় শিক্ষা অনুষদ

ব্যবসায় শিক্ষা অনুষদ © সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই প্রশ্নপত্রের একটি সেটের প্রশ্ন নিয়ে আপত্তি জানায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ নিয়ে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে জানানো হলেও তারা গড়িমসি করায় শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের দাবি নিয়ে আদালতে গেলে ফল প্রকাশ স্থগিত করে দেওয়া হয়।

গত বুধবার (১৯ মার্চ) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এদিকে, এই সমস্যা সমাধানের জন্য করণীয় নির্ধারণ করতে আজ রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে নতুন করে এই ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে হাইকোর্টের রায়ের ওপর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তবে আদালতের সাথে আলোচনা করে কীভাবে সমস্যা সমাধান দ্রুত করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সভায়। 

তিনি আরও জানিয়েছেন, সভায় উপস্থিত বেশির ভাগ সদস্য বলেছেন, আদালতের রায়ের পর নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে তারা। তবে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেটা আদালতের রায়ের উপর নির্ভর করছে।

এর আগে প্রশ্নপত্রে ভুলের কারণে (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। একই সাথে পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা কেন নেওয়া হবে না তা জানতে রুলও জারি করেছে আদালত।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে ৬ হাজার ১০টি। এবার পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬