ধর্ষণের প্রতিবাদে ফেসবুক প্রোফাইলে মুখে লাল কাপড় রাবির ছাত্র উপদেষ্টার

১১ মার্চ ২০২৫, ০৯:৫২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
রাবি ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম

রাবি ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তার ফেসবুক প্রোফাইলে মুখে লাল কাপড় বাঁধা ছবি দিয়েছে। সমাজে নারীদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন সহিংসতার বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করতে এ পদক্ষেপ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। সম্প্রতি মাগুরার এক শিশু ধর্ষণের ঘটনায় দেশের মানুষ ক্ষোভে ফুঁসছেন। আট বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হওয়ার পর, তার নির্যাতনের ঘটনা এ ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, ফলে ধর্ষণবিরোধী আন্দোলন আরও তীব্র হয়েছে।

ড. আমিরুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলে মুখে লাল কাপড় বাঁধার মাধ্যমে ধর্ষণবিরোধী অবস্থান প্রকাশ করেছেন। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এ উদ্যোগ নিয়েছেন তিনি। তার ভাষ্য, আট বছর বয়সী নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের ভয়াবহ অত্যাচার সভ্যতার প্রতি চ্যালেঞ্জ। এ ঘটনা শুধু একটি ভয়াবহ অপরাধ নয়, এটি সমাজের অসুস্থতার প্রমাণ। 

তিনি বলেন, ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা যদি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তবে আমাদের সমাজের শাসনব্যবস্থা কখনোই কাঙ্ক্ষিত হবে না। ধর্ষণ এবং যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিটি মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা রোধ করতে আমাদের সবাইকে সামাজিক, রাজনৈতিক এবং আইনি দিক থেকে আরও কঠোর অবস্থান নিতে হবে। সমাজের প্রতিটি স্তরে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

আরো পড়ুন: উত্তরার নিজ বাসায় খুন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ

ড. আমিরুল ইসলাম বলেন, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে বিভিন্ন অপরাধ অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। ধর্ষণের ঘটনায় অপরাধীরা শুধু শিশুদের শিকারই করে না, বরং এ ধরনের অপরাধের সঙ্গে সম্পর্কিত রয়েছে সমাজের নানা ধরনের অবিচার, দুর্নীতি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারসহ বহু অপরাধ।’

তিনি আরো বলেন, ‘এ সব অপরাধের সঙ্গে বলাৎকার এবং ধর্ষণের ঘটনা পরিপূরক। সমাজের সব স্তর থেকে আমরা যদি এ ধরনের অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করি, তবে আগামীতে এসব অপরাধের সুযোগ সৃষ্টি হবে। তাই আমি দাবি জানাই, ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে বিচার করা হোক।’

জামায়াত-এনসিপির কেউই ছাড়ছে না, কী হবে আসনটির?
  • ২০ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নি…
  • ২০ জানুয়ারি ২০২৬
লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম পূর…
  • ২০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িতে ‘অবরুদ্ধ’ জামায়াত প্রার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9