৬ মাসে ঢাবির ১২ উল্লেখযোগ্য কার্যক্রম-অর্জন, জানাল সংবাদ সম্মেলনে

০৯ মার্চ ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

২০২৪ সালের ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের হয়। রাজনৈতিক পট-পরিবর্তনের পর 
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) সচল করার লক্ষ্যে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। এ প্রশাসন যখন দায়িত্ব নেয়, তখন পুরো বিশ্ববিদ্যালয় অচল ছিল, ক্লাস-পরীক্ষা ছিল টানা বন্ধ; ঢাবি প্রশাসন ছিল অভিভাবকহীন। দায়িত্ব গ্রহণের পর থেকে ছয় মাস পূর্ণ হওয়ায় রবিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলন আয়োজন করে প্রশাসন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ, ট্রেজারার জাহাঙ্গীর আলম চৌধুরি, প্রক্টর সাইফুদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

এসময় বিশ্ববিদ্যালয়ে তাদের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং চ্যালেঞ্জর কথা তুলে ধরেন। তাদের কার্যক্রমগুলো হলো-
১. আবাসিক হলে গণরুম প্রথা বিলুপ্তিকরণ
আবাসিক হলে দীর্ঘকাল ধরে গণরুম প্রথা চলে আসছিলো। নতুন প্রশাসন দায়িত্ব নিয়েই সর্বসম্মতিক্রমে গণরুম প্রথা বাতিল করে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে আসন বণ্টনের নিয়ম চালু করে।

২. জুলাই বিপ্লব সংক্রান্ত পদক্ষেপ সমূহ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মান ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'জুলাই গণঅভ্যুত্থান কর্নার' এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণঅভ্যুত্থানকে উপজীব্য করে একটি একাডেমিক সম্মেলন অয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি, বিভাগ, হল ও অনুষদ পর্যায়ে জ্বলাই গণকামানকে স্মরণীয় করে রাখতে বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতার মতো নানা উদ্যোগ এহণ করা হয়েছে। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার উদ্দেশ্যে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য ৬-সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৩. বিশেষ আপদকালীন আর্থিক সহায়তা
হলে আবাসিক সিট পাওয়ার সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্রীকে আসন বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছেনা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে তাদের বিশেষ আপদকালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে আবেদনকারী ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিতদের প্রতি মাসে ৩ হাজার টাকা হারে এই সহায়তা প্রদান করা হবে।

৪. উচ্চতর গবেষণাকেন্দ্র সমূহে পরিচালক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণ
নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন ইন্সটিটিউটে পরিচালক নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে।

৫. গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা
গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং এসংক্রান্ত মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব। এই ল্যাবে গবেষণার মাধ্যমে মানবাধিকার, সংকট ব্যবস্থাপনা, শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চাসহ বিভিন্ন প্রয়োগিক বিষয়েও শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারবে। 

৬. ছাত্ররাজনীতির সংস্কার
ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রণাদের জন্য খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে উপাচার্যের অফিসে একটি পরামর্শ বাস্ত স্থাপন ও বিশেষ একটি ই-মেইল খোলা হয়েছে।

৭. ডাকসু নির্বাহন সংক্রান্ত ৩টি পৃথক কমিটি গঠন
ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাজ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

৮. বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও প্রশাসনিক উন্নয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসন সংকট নিরসনসহ তিনটি মেগা প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। উপাচার্য সম্প্রতি পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে এসব প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন। এসময় উপদেষ্টা এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে আবাসন সংকট নিরসনে জগন্নাথ হলের নবনির্মিত দুটো আবাসিক ভবন ও শেখ মুজিবুর রহমান হলে ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও আবাসিক হলসমূহে মানসম্মত ওয়াইফাই ইন্টারনেট সংযোগ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। তুরস্কের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুননির্মাণের ব্যাপারে তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে

৯. শিক্ষাগত উৎকর্ষতা ও গবেষণা কার্যক্রম
পরিবেশ, কৃষি, আস্থা, পারমাণবিক বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি চীন, জাপান, এবং ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

১০. শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে কাউন্সেলিং, কর্মশালা ও বিভিন্ন সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হচ্ছে। উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে হলভিত্তিক টিকা কার্যক্রম, রক্তদান কর্মসূচি ইত্যাদির আয়োজন করা হয়েছে।

১১. ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালুকরণ
শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। ৩টি নন এসি মিনিবাস সকাল ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করছে।

১২. পরিবেশ সংরক্ষণ ও সহশিক্ষামূলক কার্যক্রম
বিশ্ব তিব্যালয় এলাকায় পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জন কর্মসূচি, বৃক্ষরোপণ মেলা ইত্যাদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এয়াড়াও, কয়েকটি হলে 'মব আস্টিয়' বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন রকম সহশিক্ষামূলক কার্যক্রম-যেমন বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, যোগব্যায়াম প্রশিক্ষণ ইত্যাদি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না জামায়াত প্রার্থী ফজলুল
  • ১২ জানুয়ারি ২০২৬
শত্রু দেশের ওপর নজরদারি করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9