ধর্ষণের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের হিড়িক রাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ মার্চ) কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশ নেননি তারা।

ক্লাস-পরীক্ষা বর্জন করা বিভাগগুলোর মধ্যে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ, পরিসংখ্যান বিভাগ, উদ্ভিদবিজ্ঞান এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগসহ অন্য বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দেশের নানা প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করায় ধর্ষণের প্রবণতা বাড়ছে। তারা বলেন, ‘শিশু আসিয়ার ওপর ঘটে যাওয়া নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

আরও পড়ুন: ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রথম ক্লাস বর্জন করা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিব খান বলেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুললেই ধর্ষণের ঘটনা দেখতে হয়। কতোটা অসহায় হলে আমরা আজ ক্লাস বাদ দিয়ে রাস্তায় দাঁড়াতে বাধ্য হচ্ছি, আমরা আর নীরব থাকতে পারি না। ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে, যা দেখে অন্যরা ভয় পাবে।’

ক্লাস-পরীক্ষা বর্জন করা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলিম খান বলেন, ‘আমরা চাই, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নৃশংসতার শিকার হতে না হয়। ধর্ষকদের রক্ষা করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা বন্ধ করতে হবে।’


সর্বশেষ সংবাদ