চালক-হেল্পারের বিরুদ্ধে মামলা করবেন না ঢাবি শিক্ষক, অভিযুক্তরা ক্ষমা চাইলেন পা ধরে
মারধরের অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ PM

রাস্তায় লম্বা সময় বাস থামিয়ে যাত্রী তুলতে নিষেধ করায় বিতণ্ডার একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামান নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠার পর ওই চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ‘মিরপুর সুপার লিংক’ নামের ৬টি বাস ক্যাম্পাসে এনে আটকে রাখেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল ৩টার দিকের রাজধানীর মিরপুরে এ ঘটনার পর সন্ধ্যায় এসব বাস আটকে রাখা হয়। পরে রাতে অভিযুক্ত সেই চালক ও হেল্পারকে আটক করে পুলিশ।
জানা গেছে. রাতে অভিযুক্তরা পল্লবী থানায় ছিলেন। যদিও তাদের বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি ভুক্তভোগী শিক্ষক আদীব শাহরিয়ার জামান। তবে পল্লবী থানায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফিজ খান।
তিনি জানান, গণিত বিভাগের শিক্ষক আদিব স্যারের ওপর হামলা করার ঘটনায় চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্যার মামলা করতে রাজি হননি। তবে পল্লবী থানায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।
এদিকে, চালক ও হেল্পারকে আটক করে থানায় আনা হলে সেখানে যান ভুক্তভোগী শিক্ষক আদীব শাহরিয়ার জামান। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা তার পায়ের কাছে অভিযুক্ত দুইজনকে বসিয়ে রাখেন। এসময় চালক ও হেল্পার ওই শিক্ষকের কাছে পা ধরে ক্ষমা চেয়েছেন।
তানভীর আহমেদ নামে এক শিক্ষার্থী এ ঘটনার একটি ছবি ফেসবুকে শেয়ার করে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শ্রদ্ধেয় শিক্ষককে মারধরের ঘটনায় বাসের মালিকসহ মিরপুরে ৬টি বাস জব্দ করা হয়েছে। পাশাপাশি হামলাকারী চালক ও হেল্পারকে আটক করে নিয়ে স্যারের দুই পায়ে দুইজনকে বসিয়ে রাখা হলো। কথা রেখেছি আমরা।