হর্ন বাজানো যে বেআইনি এদেশের মানুষ জানেই না: উপদেষ্টা রিজওয়ানা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান © টিডিসি ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হর্ন বাজানো অত্যন্ত ক্ষতিকর এবং বেআইনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রচণ্ড রকমের হর্ন বাজছে। আমরা ঢাকাতে এ নিয়ে কিছু কাজ করেছি, আমি আশা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ক্রমান্বয়ে চট্টগ্রামের প্রধান সড়কে আপনারা যদি কিছু করতে পারেন, তাহলে মানুষের মাথায় অন্তত ঢুকবে হর্ন বাজানো অত্যন্ত ক্ষতিকর এবং বেআইনি। দেশের কেউ জানেও না যে, হর্ন বাজানো বেআইনি। তাই প্রথমে চাপিয়ে না দিয়ে মানুষের মাথায় এটা দিতে হবে যে, হর্ন বাজানো খারাপ কাজ। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত 'চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫' এর উদ্বোধন পর্বের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার বিশ্ববিদ্যালয় যখন গবেষণা করে বলে লইট্টা শুটকির মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে, তখন কেন আমার বিশ্ববিদ্যালয় বাচ্চাদেরকে বলে নাই যে, তোমরা আর প্লাস্টিক নিবে না৷ কেন এখানে পলিথিন শপিং ব্যাগ থাকবে? কেন আমরা পর্যাপ্ত বিকল্পে যাব না? গবেষণা শুধু বই আর পাবলিকেশনে সীমাবদ্ধ থাকলে তা মানুষের কাজে আসবে না।

তিনি আরও বলেন, হর্ন বাজানো অত্যন্ত ক্ষতিকর এবং বেআইনি। অনেকে প্রয়োজন না থাকা সত্ত্বেও হর্ন বাজান, যা খুবই খারাপ কাজ। দেশের কেউ জানেও না যে, হর্ন বাজানো বেআইনি। তাই প্রথমে চাপিয়ে না দিয়ে মানুষের মাথায় এটা দিতে হবে যে, হর্ন বাজানো খারাপ কাজ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য অ্যাকাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাবি অধ্যাপক ড. কামরুল হাসান মামুন, বুয়েট অধ্যাপক ড. তারিক আরাফাত, গুগুলের সেরা বিজ্ঞানী পদকপ্রাপ্ত গবেষক ড. ইয়াসির খান, জনাব এম নূরুল আলম ও সাদাফ সাজ সিদ্দিকী। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে ও চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির সার্বিক সহযোগিতায় এই মেলাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান মেলায় ‘জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা’ উপস্থাপন করেন ঢাবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবনা পরিবেশন করেন বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তারিক আরাফাত। এই গবেষণা মেলায় প্রায় ১২০ এর অধিক স্টলে গবেষণাকর্ম ও বিগত বছরের গবেষণায় অবদান সমূহ তুলে ধরা হয়। চট্টগ্রাম স্কুলসূমহের শিক্ষার্থীদের নিয়ে 'ক্ষুদে গবেষক' পর্ব, হাইলাইটেড রিসার্চ টক ও শিশু-কিশোরদের রোবট-শো প্রদর্শন করা হয়। 

এ ছাড়া 'রিসার্চ অ্যান্ড ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড'-এ সেরা গবেষক সম্মাননা, উদীয়মান গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক অ্যাওয়ার্ড, সেরা গবেষণা প্রকল্প, সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর গবেষণা, সেরা গবেষণা শিক্ষার্থী, সেরা বই প্রকাশনা এবং সেরা উদ্ভাবনসহ মোট আটটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়৷

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9