চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে ‘সায়েন্স কার্নিভাল ৪.০’ অনুষ্ঠিত 

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
চবিতে সায়েন্স কার্নিভাল ৪.০

চবিতে সায়েন্স কার্নিভাল ৪.০ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স কার্নিভাল ৪.০। নতুন ধারণা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে। 

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে কী নোট স্পিকার হিসেবে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এনডিসি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অবদান রাখার কথা ছিল আমরা কিন্তু ততটুকু অবদান রাখতে পারিনি। তার অন্যতম কারণ আমাদের শিক্ষার সুনির্দিষ্ট যে লক্ষ্য তা নির্ধারণ করতে পারিনি। বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের টোটাল শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনা দরকার। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বাংলা ভাষার ব্যবহারকে নিশ্চিত করতে হবে। 

তিনি আরো বলেন, বিজ্ঞানের মৌলিক যে শিক্ষা সেটাকে বাংলাদেশের শিক্ষার্থীরা শিখতে বুঝতেই পারছে না। তার কারণ হচ্ছে কিছু গাঁজাখোরের আজগুবি বিজ্ঞানের গল্প আমাদের কাছে আছে। 

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সায়েন্স আজকে এমন একটা জায়গায় চলে গেছে যেটা আর সূত্রের মধ্যে নেই। সেই জায়গা থেকে সায়েন্সকে ইনোভেটিভ আইডিয়াগুলো দিয়ে যে বিষয়গুলো আনএক্সপ্লোরড, সে বিষয়গুলোকে এক্সপ্লোর করার জন্য এইযে আজকের সায়েন্স কার্নিভাল সেটিকে চতুর্থ শিল্প বিপ্লবের যে চিন্তা সে চিন্তাকে আরো প্রসারিত করবে।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা (এনডিসি) বলেন, বর্তমান সময় চতুর্থ শিল্পবিপ্লবের যুগ। এই যুগে সফলতার মূল চাবিকাঠি হলো জ্বালানি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়া। জ্বালানি বা শক্তি এমন এক বিষয় যেটা কখনও শেষ হয়ে যায় না, বরং শক্তি তার রূপ পরিবর্তন করে। বাংলাদেশে জ্বালানি খাতের চিত্র তেমন ভালো না। সরকার জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সরবরাহ পৌঁছে দিলেও নিজ খরচে বিদ্যুৎ সংযোগ নিতে হয়। তবে দেশে এখনও পর্যন্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায় নি। গ্রামে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ খুবই কম হয়। তবে শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে বজায় রাখা হয়। ফলে দেশের সব মানুষ বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পায় না।

তিনি আরও বলেন, জ্বালানি হলো একটি দেশের রক্ত প্রবাহের মতো। তবে দিনদিন জ্বালানি প্রবাহের চাহিদা পরিবেশের ওপর মারাত্মক চাপ তৈরি হয়। তবে এক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিতে হবে। বাংলাদেশে সমন্বিত জ্বালানি সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা বিষয়ক মহাপরিকল্পনা করা হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। কিন্তু চীন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২০৫০ সাল পর্যন্ত। বিদ্যুৎ অপচয় রোধ করতে পারলে আমরা জাতি হিসেবে অনেক দূর এগিয়ে যেতে পারবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি সায়েন্টিফিক সোসাইটির উপদেষ্টা ও বর্তমান সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় উপস্থিত ছিলেন সায়েন্টিফিক সোসাইটির সভাপতি রওনক ফিহা ও সাধারণ সম্পাদক শিফাত শাহরিন শচ্ছ।

উল্লেখ্য, ২০১৮ সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি। শুরু থেকে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে সংগঠনটি।

ট্যাগ: চবি
মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়’
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে য…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬