ঢাবিতে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু  

ঢাবিতে তারুণ্যের উৎসব
ঢাবিতে তারুণ্যের উৎসব  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, দেশব্যাপী আয়োজন করা ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে; ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের সূচনা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্বোধনের মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশকে গড়তে তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। এই উৎসব তারুণ্যের শক্তিকে গড়ে উঠতে উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, এ সরকারের প্রতি ধৈর্য ও সহযোগিতার মাধ্যমেই গণঅভ্যুত্থানের ফসল ভোগ করা সম্ভব। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি তার বক্তব্যে তরুণদের সামনে এগিয়ে এসে দেশ গড়ার আহ্বান জানান। এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অনুষ্ঠানটি আয়োজনের করার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, গান,  নৃত্য, বিতর্ক, বিভিন্ন ধরনের খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসব ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নগর বাউল জেমস ও আর্টসেলের কনসার্ট এর মাধ্যমে শেষ হবে।


সর্বশেষ সংবাদ