ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদাবাজির অভিযোগ

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ্রাম্যমাণ ফুচকা ও চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন হারে চাঁদা দাবি করেন তারা। 

অভিযুক্তদের মধ্যে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করা হয়। অর্নব বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী, যিনি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এবং সদস্য আব্দুল্লাহ আল অন্তরের অনুসারী বলে জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি তবে তার সাথে আরও কয়েকজন ছিলেন বলে জানায় ভুক্তভোগীরা।

ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ও ভুক্তভোগী দোকানদারদের সূত্রে জানা যায়, রবিবার ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এসব দোকানদারদের কাছে যা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালনা করা বন্ধ আছে বলে জানান। তবে তাদের প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার করে টাকা দিলে নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারবেন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা দেখবেন বলে আশ্বাস দেন। তবে দোকানদাররা তাৎক্ষনাত টাকা দিতে অস্বীকৃতি জানান। অভিযুক্তরা পরে যেকোনো সময় টাকা নিতে আসবেন বলে জানান।

এ বিষয়ে ভ্রাম্যমাণ একটি ফুচকার দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েকজন শিক্ষার্থী তার দোকানে যান। একপাশে ডেকে নিয়ে অর্নব (ছবি দেখে শনাক্ত) তার কাছে দৈনিক এক হাজার টাকা দাবি করেন। এ সময় আরও কয়েকজন দূরে দাঁড়িয়ে ছিলেন বলে তিনি জানান।

তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত গোলাম রাব্বানী অর্নব বলেন, এসব অভিযোগ মিথ্যা। এখন যদি কেউ আমার নাম করে এমন কাজ করে থাকে তাহলে কি বলব। আমি এমন কোনোকিছু করিনি। সবকিছু তো আপনারা জানেন একজনের নাম বলে অন্যজন এমন কাজ করে।

জাবি শাখা সদস্য সচিব ওয়াসিম আহমেদ বলেন, টাকা তোলার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তদন্ত সাপেক্ষে এর সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়’
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে য…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬