ঢাবিতে আজ প্রতি আসনে লড়বেন ৪৩ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৫ জানুয়ারি)। ইতোমধ্যে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস থেকে জানানো হয়, এবারে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

আজ বাংলা , ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা হবে। যেখানে লিখিত অংশে থাকবে ৪০ নম্বর (বাংলা ও ইংরেজি ) এবং এমসিকিউ অংশে থাকবে ৬০ নম্বর। পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

দেশের আটটি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, কলা ভবন কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভর্তিুচ্ছ শিক্ষার্থীরা। তাদেরকে তল্লাশি শেষে একে একে ঢুকতে দেওয়া হচ্ছে। বাইরে বিভিন্ন স্থানে বসে বা দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। অনেকে গল্পে মশগুল। কারও কারও মুখে চিন্তার ছাপ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টার দিকে কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষা চলাকালীন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।


সর্বশেষ সংবাদ