ছাত্রী হলে যুবক প্রবেশ, অর্পা খন্দকারকে জাবি থেকে বহিষ্কার
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলে যুবক প্রবেশের ঘটনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনিকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ‘১৮ জানুয়ারি নওয়াব ফয়জুন্নেসা হলের ৩১৬ নং কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী মোছা. অর্পা খন্দকার চাঁদনী এর সহায়তায় বহিরাগত আশ্রাফুল আলম পারভেজ (৩১) অবৈধভাবে অনুপ্রবেশ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী তাকে ১৯-১-২০২৫ তারিখ অপরাহ্ণ থেকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করা হলো।’
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করে হল কর্তৃপক্ষ। এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (২০২২-২৩ শিক্ষাবর্ষ) অর্পা খন্দকারের কক্ষ থেকে তাকে আটক করা হয়।