‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন হামলা চালায়। এই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেং, ইসাবা, জুয়েল মারাকসহ আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।
এ সময় জাবি ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান নিকি বলেন, ‘৫ আগস্টের আগে কোনো যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করলে সেখানে হামলা করত সাবেক স্বৈরশাসকের পেটোয়া বাহিনী ছাত্রলীগ। এখন তো আর ছাত্রলীগ নাই। এখন স্টুডেন্ট ফর সভারেন্টি নামক পেটুয়া বাহিনী হামলা করছে। আমরা এদের বিচার চাই। সেটি না হলে পাহাড়ে এবং সমতলে আদিবাসীদের উপর যে নিপীড়ন সেটি আরও বাড়তে থাকবে।’
আবৃত্তি সংগঠন ধ্বনির সংগঠক ফাইজা মেহেজাবিন বলেন, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ বহাল তদের অস্তিত্ব রক্ষায় যৌক্তিক দাবি। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে এমন হামলার নিন্দা জানাই। এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত চিত্রকর্ম বাতিল ও বহালের দাবি জানানো শিক্ষার্থীদের দুইটি সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি ও সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা আজ বুধবার একই সময়ে এনসিটিবির কার্যালয় পাঠ্যপুস্তক ভবন ঘেরাও কর্মসূচি করে। এসময় সংগঠন দুটির দ্বিপাক্ষিক সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেং, ইসাবা, জুয়েল মারাকসহ আরও অনেকে গুরুতর আহত হয়।