আকাশ জুড়ে রঙের মিছিল: ঢাবিতে দ্বিতীয়বারের মতো ঘুড়ি উৎসব ১৪৩১

১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
ঘুড়ি উৎসব

ঘুড়ি উৎসব © টিডিসি ফটো

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে উদযাপন করতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ (ডুসাড) আয়োজিত "ঘুড়ি উৎসব ১৪৩১"। এটি দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে।

আজ বেলা ১২:৩০ মিনিটে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শোভাযাত্রাটি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শহীদ মিনার, টিএসসি হয়ে আবার কেন্দ্রীয় খেলার মাঠে ফিরে আসে।

দিনব্যাপী এই উৎসবে আরও থাকছে ঘুড়ি বোকাট্টা, পৌষমেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ঘুড়ি বোকাট্টা। ঐতিহ্যবাহী পৌষমেলায় রয়েছে পুরান ঢাকার চা-বাখরখানি, পিঠা-পুলি, কাস্টমাইজড গয়না, ক্রাফট ও পোশাকের স্টল। দর্শনার্থীদের জন্য রয়েছে নাগরদোলা ও ঘোড়ার গাড়ি। দুপুর ২টায় উদ্বোধনী ও আলোচনা সভার পর বিকেল ৪টা ৩০ মিনিটে  শুরু হবে ঘুড়িবাজ পুরস্কার বিতরণী। সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে থাকছে বাউল গান ও জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড সিলসিলার পরিবেশনা। রাত ৮টায় উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

এছাড়া ডুসাড-এর শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং অধ্যাপক ড. নুসরাত ফাতেমা উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ণিল আয়োজন বেশ জমে উঠেছে।

ট্যাগ: ঢাবি
৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage