ঢাবির হলপাড়ায় ফার্মেসি স্থাপনসহ অন্যান্য দাবিতে ভিসিকে স্মারকলিপি প্রদান 

স্মারকলিপি প্রদান করছেন শিক্ষার্থীরা
স্মারকলিপি প্রদান করছেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় ফার্মেসি এবং সাইকেল-মোটর সাইকেল মেরামতের ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। আজ রবিবার (১২ জানুয়ারি) উপাচার্যের অফিসে এ স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। তাছাড়া বাইসাইকেল-মোটর সাইকেল মেরামত করতেও কোনো দোকান নেই হলপাড়ায়।

শিক্ষার্থীরা জানান, টিউশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল এবং মোটর সাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে ব্যবহৃত যানবাহন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটর সাইকেল মেরামতের ন্যূনতম সুবিধা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নেই। 

এসব সমস্যা সমাধানের লক্ষ্যে উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি প্রদান এবং দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭টি বড় হল নিয়ে গঠিত হলপাড়ায় কোনো ফার্মেসী না থাকার দরুন দীর্ঘদিন ধরে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতের ক্ষেত্রে নানান দুর্ভোগের শিকার হচ্ছি। রাত-বিরাতে, বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে ঔষধসহ প্রাথমিক চিকিৎসা সেবার ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক দূরদূরান্তে গিয়ে প্রাথমিক সেবা নিতে হয়। 

স্মারকলিপিতে আরও বলা হয়, ক্যাম্পাসের কোথাও সাইকেল এবং মোটরসাইকেল মেরামতের কোনো সুনির্দিষ্ট সুবিধা না থাকায় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়ার ঘটনা দীর্ঘদিনের। টিউশন ও ব্যক্তিগত চলাচলে নির্ভরশীল শিক্ষার্থীদের বিরাট একটা অংশের দাবি ক্যাম্পাসে যেন একটি সাইকেল ও মোটরসাইকেল মেরামতের সুব্যবস্থা নিশ্চিত করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সবিনয় নিবেদন এই যে, হল পাড়া সহ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপরোক্ত ভোগান্তির কথা বিবেচনায় রেখে অতিসত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়ার সাধারণ শিক্ষার্থীবৃন্দ পরিচয়ে  স্মারকলিপি লিপি দেওয়া শিক্ষার্থীরা হলেন- ২০১৮-১৯ সমাজ কল্যাণ বিভাগের সেশনের শিক্ষার্থী আব্দুল কাদের, ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজ বিভাগের লিমন হাসান,ইসলামিক স্টাডিজ বিভাগের, আব্দুল্লাহ মো. তানভীর, আরবি বিভাগের নূরুল গনী, অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন জনি এবং
 সমাজবিজ্ঞান বিভাগের মো. হাসিবুল ইসলাম।

শিক্ষার্থীরা বলেন, উপাচার্য স্যার আমাদের হলপাড়ার শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইনফর্ম করেছেন। আমাদের উপস্থিতিতে ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। 

তারা আরও বলেন, পরবর্তীতে আমরা কোষাধ্যক্ষ স্যারের সাথে এই বিষয়ে সাক্ষাৎ করেছি। তিনি এস্টেট ম্যানেজারকে দায়িত্ব দিয়েছেন ফিল্ড এ্যাসেসেমেন্টের জন্য। প্রাথমিকভাবে আমরা সূর্যসেন হল সংলগ্ন ভাবনা চত্বরের পাশের জায়গাটা সিলেক্ট করেছি। 


সর্বশেষ সংবাদ