পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

০৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা © টিডিসি

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচুতলায় অবস্থান নিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, জরুরি পরিষেবা হিসেবে শুধুমাত্র পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী- এই ছয়টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে। এ ছাড়া বাকি সব কর্মকর্তা-কর্মচারী পূর্ণ কর্মবিরতি পালন করছেন।

তিনি বলেন, ‘আমরা নিজেরাই কোটা শব্দটার বিপক্ষে। আমরা চাই আমাদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া হোক। দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এইসব সুবিধা দেওয়া হয়। আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। আগামীকাল আমরা সব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!