রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২৭ ঘণ্টার জন্য (৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

৩০ ডিসেম্বর (সোমবার) রাবি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি (বুধবার) রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) চত্বরে পিঠার দোকানও ৩১ ডিসেম্বর সারা দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’

এর আগে ৩০ ডিসেম্বর সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) দুজন শিক্ষার্থীকে রাবি ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে প্রক্টরিয়াল টিমের জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। এদিন রাতেই দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে রাবি প্রশাসন।

ক্যাম্পাসের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতেই এ ধরনের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এ সময় সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতাও কামনা করে রাবি প্রশাসন।

তিন সম্পাদকসহ জকসুতে যে ৪ পদে জয়ী ছাত্রদল
  • ০৮ জানুয়ারি ২০২৬
একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬