রাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক, ‘গাঁজাখোর’ বললো প্রক্টরিয়াল টিম

৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে রাবি প্রক্টরিয়াল টিম

দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে রাবি প্রক্টরিয়াল টিম © ভিডিও থেকে নেওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদ করছেন রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান। এসময় তার সঙ্গে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ঘটনায় এক পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘গাঁজাখোর’ বলে সম্বোধন করা ও প্রক্টরিয়াল টিমের একজন অফিসারের আপত্তিকর মন্তব্যও ভেসে বেড়াচ্ছে ফেসবুকে। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, সকালে প্রক্টরিয়াল টিমের একজন অফিসার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে তাদের এ বিষয়ে সতর্ক করতে গেলে ওই দুই তরুণ-তরুণী প্রক্টরকেই ঘটনাস্থলে আসার জন্য বলেন। পরবর্তীতে জানতে পেরে রাবি প্রক্টরিয়াল টিম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আসে।

ভিডিওতে করা রাবি প্রশাসনিক কর্মকর্তাদের মুখের ভাষাকে অগ্রহণযোগ্য বলে নিন্দাও জানিয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করে রাবি প্রশাসন।

রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান ক্যাম্পাস সুন্দর সুশৃঙ্খল করতেই সাময়িক নিষেধাজ্ঞার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান।

তবে ভিডিওতে করা আপত্তিকর মন্তব্য নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি প্রক্টরিয়াল টিম। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মন্তব্য নেয়া সম্ভব হয় নি।

গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু তারেক রহমানের নির্বাচনী প…
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage