শাটল ট্রেনে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার নিন্দা, বিচারের দাবি চবি ছাত্রশিবিরের 

২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
শাটলে হামলায় চবি ছাত্রশিবিরের নিন্দা

শাটলে হামলায় চবি ছাত্রশিবিরের নিন্দা © টিডিসি ছবি

শাটল ট্রেনে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থী নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ রবিবার (২৯ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

সভাপতি নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আজ সকাল সোয়া ১০টায় ক্যাম্পাসমুখী শাটল ট্রেন ষোলশহর রেলস্টেশনে অবস্থানকালে সন্ত্রাসীরা শাটলে অতর্কিত হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৫ আগস্টের পর ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শাটলে ইত:পূর্বেও সন্ত্রাসীরা একাধিকবার হামলা করে শিক্ষার্থীদের আহত করেছে ও ছিনতাই করে সাথে থাকা মূল্যবান জিনিস নিয়ে গেছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এ নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে ২৪ দফা দাবি জানিয়েছিলাম। যেখানে শাটলের প্রত্যেক বগিতে পুলিশি নিরাপত্তা, শৌচাগারসহ প্রতিটি স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছিলাম। কিছু দাবি বাস্তবায়ন করলেও অধিকাংশ দাবিতে প্রশাসন নির্বিকার বলেই মনে হচ্ছে। শাটলে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার, আহতদের উন্নত চিকিৎসাসহ ক্যাম্পাস ও শাটলে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬