ঢাবিতে আবাসন সংকট, ফের আন্দোলনে নামছেন নারী শিক্ষার্থীরা

২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM

© লোগো

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোট শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি মেয়ে। তবে ১৯টি আবাসিক হলের মধ্যে মেয়েদের জন্য রয়েছে মাত্র ৫টি হল। এ কারণে এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আবাসন সংকট নিরসনে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। এরপর আবাসন সংকট নিরসনে দুটি নতুন হল তৈরির কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে এ নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না হওয়ায় ফের আন্দোলনে নামছেন নারী শিক্ষার্থীরা।

নারী শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে নতুন হল বিনির্মাণসহ ৭টি দাবি নিয়ে ২০২৩-২৪ সেশনের নারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ সময় ভিসি বরাবর একটি স্মারকলিপিও প্রদান করবেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত করা; গণরুম অবিলম্বে বিলুপ্ত করা; বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন ভবন পুনরুদ্ধার এবং ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা; মূল ক্যাম্পাসের ভেতরেই নতুন হল নির্মাণ; অনাবাসিক ছাত্রীদের জন্য হলে প্রবেশের সুবিধা; ক্রমান্বয়ে প্রতিটি হলে ডাবলিং ব্যবস্থা তুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত থাকার জায়গা নিশ্চিত করা; নতুন হল নির্মাণের মাধ্যমে মৈত্রী এবং বঙ্গমাতা হলকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সময়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে এটি অবশ্যই একটি ইতিবাচক বিষয়। ছাত্রীদের আবাসন সংকট দূর করার বিষয়টিকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখছি এবং যত দ্রুত সম্ভব আমরা এর সমাধান করার চেষ্টা করছি। নতুন হল তৈরির বিষয়েও আমরা বহু জায়গায় কথা বলেছি এবং কিছু জায়গা থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি।

তিনি বলেন, আশা করি খুব দ্রুতই আমরা হল নির্মাণ করতে পারবো। বর্তমানে অস্থায়ী সমাধান হিসেবে আমরা হলগুলোতে বাঙ্ক বেড স্থাপন করছি ফলে অন্তত কিছু শিক্ষার্থীকে যেন থাকার জায়গা দেওয়া সম্ভব হয়।  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ৩৬ হাজার ৬৭৬ জন। তার মধ্যে ছাত্র ২১ হাজার ৫৪২ জন এবং ছাত্রী ১৫ হাজার ১৩৪ জন। 

বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ওয়েবসাইটের তথ্যমতে, শামসুন নাহার হলে আবাসিক রয়েছেন ১ হাজার ৩৯৮ জন, কবি সুফিয়া কামাল হলে আবাসিক রয়েছেন ১৬০০, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৮৮০ জন এবং রোকেয়া হলে আবাসিক ২ হাজার ৭০০ জন। এর বাইরে বাকি বিশাল সংখ্যক ছাত্রী আবাসিক সুবিধা থেকে বঞ্চিত।

ফলস্বরূপ অনেক নারী শিক্ষার্থীকে বাইরে মেস বা সাবলেটে থাকতে হচ্ছে, যা একইসাথে ব্যয়বহুল এবং অনিরাপদ। এছাড়া এজন্য তারা প্রায়শই বিভিন্ন ভোগান্তির শিকার হন বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৪ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
  • ১৯ জানুয়ারি ২০২৬
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে আইটি প্রশিক্ষণ আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9