বিসিএসের পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান চবি ভিসির

২৭ নভেম্বর ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM

© জনসংযোগ

শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিরি), গাজীপুর এর আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় "কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ" শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। 

আজ বুধবার (২৭ নভেম্বর) চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার চাহিদা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি অপরিহার্য।

চবি উপাচার্য বলেন, কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কৃষি সম্প্রসারণ, নতুন উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নকে সমৃদ্ধ করে। আজকের বিশ্বে কৃষিক্ষেত্রে চাহিদা ও চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রতিভা অন্বেষণ ও দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শুধু কৃষি খাতের উন্নয়ন নয়, বরং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষকের জীবনমান উন্নত করা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের কাছে যতটুকু সম্ভব স্বল্পমূল্যে আধুনিক যন্ত্রপাতি তুলে দিয়ে এবং সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার ও হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান। চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিরি, গাজীপুর এফএমডির প্রকল্প পরিচালক ও এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমিন। 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী রবিউল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. খালেদ মিজবাহুজ্জামান ও চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ ফায়সাল।

সেমিনার ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন শেষে বিরির সাইন্টিফিক অফিসার মো. রাকিব হাসান উপাচার্যকে মেলায় প্রদর্শিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ঘুরে দেখান। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9