বৃদ্ধ রিকশাচালককে সবজি ভ্যান উপহার দিলেন ছাত্রদল নেতা

২২ নভেম্বর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বৃদ্ধ রিকশাচালকে দেওয়া 
সবজিসহ ভ্যান

বৃদ্ধ রিকশাচালকে দেওয়া সবজিসহ ভ্যান © টিডিসি

গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে এক বৃদ্ধ রিকশাচালকের জন্য সাহায্যের আবেদন করে পোস্ট দেখার পর সেই রিকশাচালককে সবজিসহ ভ্যান উপহার দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি ও শহিদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহীন।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় সেই বৃদ্ধ রিকশাচালককে সবজি ভ্যান উপহার দেন তিনি।

বৃদ্ধ রিকশাচালকের নাম বাবুল ঢালী। বয়সের ভারে বেশ রুগ্ন হলেও জীবিকা নির্বাহের তাগিদে তাকে রিকশা চালাতে হয়। তার বিকল্প আয়রোজগারের সংস্থানের জন্যই আজ তাকে সবজির ভ্যান উপহার দেওয়া হয়৷ এখন থেকে তার জীবিকা নির্বাহের জন্য রিকশা না চালিয়ে সবজি বিক্রয় করে তিনি তুলনামূলক কম পরিশ্রমে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশাবাদী ছাত্রদল নেতা মাহবুব আলম শাহীন।

২০১৮ সালে বিএনপির আন্দোলনে চানখাঁরপুলে এই রিকশাচালকের রিকশায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল

এ উদ্যোগের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সভাপতি ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মাহবুব আলম শাহীন। 

রিকশা ভ্যান উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য মাহবুবুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল কর্মী সামসুল হক আনান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল কর্মী শিহাব হোসেন শাহেদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদল কর্মী ওয়ালিউর রহমান।

জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬